
সোমবার ২৬ মে ২০২৫
সংবাদসংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
সবুজ সংকেত!
শ্বেতা বচ্চনের জন্মদিনে আমন্ত্রিত সিদ্ধান্ত চতুর্বেদী। ব্যস, গুঞ্জন শুরু। বচ্চন-কন্যার জন্মদিনে খুব কাছের লোক ছাড়া পা রাখার সুযোগ বড় একটা কেউ পান না। এই প্রজন্মের নায়ককে সেখানে দেখেই বলিউড দুইয়ে দুইয়ে চার করতে শুরু করে দিয়েছে। তাদের দাবি, তার মানে বচ্চন-নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে কিছু তো আছে। সেই সূত্র ধরেই সম্ভবত আমন্ত্রণ। অর্থাৎ, বচ্চন পরিবারের সদস্য হওয়ার সবুজ সংকেত মিলিছে! তা হলে কি বলিউডে ফের বিয়ের সানাই বাজতে চলেছে?
হাড়সর্বস্ব রণদীপ!
কী হয়েছে রণদীপ হুডার? ৩০ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন। একেবারে চেনা যাচ্ছে না। অভিনেতা কি অসুস্থ? একেবারেই না। সবটাই হয়েছে তাঁর ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির কারণে। বিপ্লবী জেলে অনশনের সময় না খেয়ে এই চেহারাই বানিয়েছিলেন। তাঁর সেই চেহারা নিখুঁত তুলে ধরতে এভাবে নিজেকে ভেঙেছেন রণদীপ। নিজস্বী তুলে সেই ছবি সবার সঙ্গে ভাগ করে নিতেই চমকে গিয়েছেন অনুরাগীরা। পরে সব কারণ জেনে, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।
বিনিদ্র রজনী
জেলে প্রথম রাত এলভিশ যাদবের। কেমন কাটল? সুপার অরুণ প্রতাপ সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁকে কোয়ারেন্টাইন ব্যারাকে রাখা হয়েছে। খুব তাড়াতাড়ি তাঁকে সাধারণ ব্যারাকে স্থানান্তর করা হবে। তিনি আরও জানিয়েছেন, এলভিশকে জেলের মেনু থেকে খাবার দেওয়া হয়েছিল পুরি, সবজি এবং হালুয়া। প্রথম দিন এলভিশ এক ফোঁটা ঘুমোতে পারেননি। সারারাত অস্থির ছিলেন। এবং বেশির ভাগ সময় জেগেই কাটিয়েছেন।
নেশার ঝোঁকে
শুরুতে তিনি মদ্যপান করতেন। পরে নেশা তাঁকে গ্রাস করে। যার জেরে তাঁর প্রথম বিয়ে, সংসার নষ্ট হয়েছে। সম্প্রতি, একথা স্বীকার করেছেন জাভেদ আখতার। হনি ইরানির সঙ্গে সংসার করার সময় তাঁর দুই সন্তান ফারহান আখতার আর জোয়া আখতার জন্ম নেন। গীতিকার জানিয়েছেন, প্রথম স্ত্রীর উপরে প্রচণ্ড অত্যাচার করতেন। খুবই অকথ্য ভাষায় গালাগালিও করেছেন। যার জেরে সংসার ভেঙেছে তাঁর।
লুকিয়ে বিয়ে?
দিলজিৎ দোসাঞ্জের গানে মুগ্ধ নন, এমন কেউ নেই। একই সঙ্গে তাঁর অভিনয়ও প্রশংসিত। এদিকে তাঁর অনুরাগীরা খুঁজে বের করেছেন, গোপনে নাকি বিয়েও করে ফেলেছেন গায়ক! এক সন্তানের বাবা তিনি। বেমালুম পুরোটা লুকিয়ে জনপ্রিয়তার জোয়ারে গা ভাসিয়ে দিয়েছেন।
নতুন ছবির ডাকে?
সপরিবারে মুম্বই প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ে মালতিকে কোলে নিয়ে বিমানবন্দরে পাপারাৎজিদের পোজও দিয়েছেন। তারপরেই নিক জোনাসকে নিয়ে তাঁকে দেখা গিয়েছে ফারহান আখতারের বাড়িতে। সঙ্গে সঙ্গে গুঞ্জন, তা হলে কি ‘জি লে জরা’র কারণেই এই সৌজন্য সাক্ষাৎ? ২০২১-এ ছবিটি পরিচালনার কথা ঘোষণা করেন ফারহান। তিন নায়িকা আলিয়া ভাট, ক্যাটরিনা কইফ, প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় করার কথা ছিল। সেই ছবি আজও ফ্লোরে যেতে পারেনি। প্রিয়াঙ্কা পরিচালকের বাড়িতে পা রাখতেই তাই নতুন করে চর্চা শুরু।
Breaking: সলমন রুশদির ভয়ঙ্কর ছুরি-কাণ্ড এবার মঞ্চে! কৌশিক সেনের পরিচালনায় বিখ্যাত সাহিত্যিকের চরিত্রে নাসিরুদ্দিন?
সাহসের কাছে হার মানে জটিল বাস্তবও, ‘অঙ্ক কি কঠিন’ দেখায় সেই সাহসের সরলরেখা
‘...বিনোদ মেহরারর কন্ট্রোল আমার হাতে!’— রেখার হিংসে, অস্বস্তি আর আচরণ নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!
আর ছলচাতুরি নয়, এবার ইতিহাসের গল্প বলবেন অরিজিতা! স্টার জলসার 'রাণী ভবানী'তে কোন চরিত্রে আসছেন অভিনেত্রী?
‘বাচ্চাকে খাওয়াতেও পারতাম না’— কোন মারাত্মক অসুখে আক্রান্ত জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রিয়া মোহন?
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!